বজ বজ দু নম্বর ব্লকের অন্তর্গত ১১ টি গ্রাম পঞ্চায়েতে এবার ডেঙ্গি হানা। ইতিমধ্যে আটজনের রক্তে ডেঙ্গির ভাইরাস পাওয়া গেছে বলে জানা গেছে । বিশেষ করে বজবজ ২ নম্বর ব্লকের কামরা গ্রাম পঞ্চায়েত এবং ইতালি গ্রামে বেশ কিছুদিন ধরে মানুষজন জ্বরে আক্রান্ত। ২ নম্বর ব্লকের সহকারী সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ১০০ টি পরিবারকে মশারি দেন। পাশাপাশি মানুষদের সচেতন করলেন যেন বাড়ির আশেপাশে কোনরকম জল না জমতে দেওয়া হয়। তাঁর উদ্যোগে এলাকায় বিচিং পাউডার ছড়ানো হয়।