বীরভূমের সিউড়িতে মঙ্গলবার সকালে এক ব্যক্তির শোওয়ার ঘর থেকে গোসাপ ঢুকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। যদিও গোসাপের কোনও বিষ নেই। খবর পেয়ে আসেন পরিবেশবিদ দীনবন্ধু বিশ্বাস। তিনি গোসপাটিকে উদ্ধার করেন। আবার অন্যদিকে সিউড়িতে অন্য একটি বাড়িতে মাছ ধরার জালে আটকে পড়ে একটি গোসাপ। তাকেও উদ্ধার করেন তিনি। দুটি গোসাপকেই বন দফতরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়।