নানুরে এসে হুঁশিয়ার দিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, "পুলিশ সরে গেলে তৃণমূল গর্তে লুকোবে"। নানুরে খুন হওয়া দলীয় কর্মীর বাড়িতে আসেন সুজন চক্রবর্তী। নিহত কর্মী বাদল শেখের স্ত্রী জারিনা বিবির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন রাজ্য বাম নেতৃত্ব৷