'জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে। কারণ ৩৭০ বাতিলের পর ভারতের নামে জয়গান গাইছে। যার হাত থাকার থাকুক, প্রত্যেককে শাস্তি দেওয়া হবে'। এ কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর আশ্বাস, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন'।