বাংলায় যা পতিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে 355 ধারা প্রয়োগ হতে পারে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভয়াপতি সুকান্ত মজুমদার। শুক্রবার, 14 জুলাই রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বক্ষাতের পর এই মন্তব্য করেন সুকান্ত। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্টও তুলে দেন সুকান্ত মজুমদার। এদিন বৈঠক শেষে বেরিয়ে সুকান্ত আরও জানান, অগাস্টেই বাংলায় আসবেন অমিত শাহ। জনসভা ও সাংগঠনিক কর্মসূচি উভয়েই থাকবেন তিনি। সুকান্ত মজুমদার আরও বলেন, হিমন্তজির সঙ্গে তাঁর কথা হয়েছে।