ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ ও ও ডিজি রাজীব কুমারকে শো-কজ নিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বললেন, 'পুরোটাই গটআপ। মমতা অরূপ ও কুণাল মিলে এটা করছে। যাদের জন্য লজ্জায় মাথা কাটা গেল। হায়াদ্রাবাদ, মুম্বই পারল। আমরা পারলাম না। মুখমন্ত্রীর পরিবারের লোকজন ঘিরে ধরে মেসিকে ছিল। যাদের জন্য মেসির ফ্যানরা দেখতে পাননি। তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী। মেসির সঙ্গে ছবি তোলা হল না মুখ্যমন্ত্রীর। অন্য জায়গার মুখ্যমন্ত্রীরা ছবি তুলল। তিনি পারলেন না। শো-কজ, ইস্তফা নয়, গ্রেফতার করা দরকার। ডিজিকে শো-কজ নয়, পুলিশমন্ত্রীকেও শো-কজ করা দরকার।'