'২ শতাংশের মতো পাশের হার টেটে। এর আগে পাশের হার বেশি ছিল। আগেরগুলো জল মেশানো ছিল। নাকি এটায় জল আছে? নাকি বেকারদের চাকরি দেব না, এই মানসিকতা থেকে করা হয়েছে?' প্রাথমিক টেটের পাশের হার নিয়ে প্রশ্ন করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।