Teacher Recruitment Scam এ ইতি মধ্যেই জেল হেফাজতে আছেন বড়ঞার বিধায়ক Jiban Krishna Saha। শনিবার বিকেলে বড়ঞার ডাকবাংলা পশু হাটে পরিবর্তন সংকল্প সভার ডাক দেওয়া হয়। Suvendu Adhikari ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ Abhijit Gangopadhyay, Berhampur সাংগঠনিক জেলা BJP র সভাপতি মলয় মহাজন। ইতি মধ্যেই এই বড়ঞা এলাকায় একের পর সংখ্যালঘু নেতা তৃণমূল দল ত্যাগ করে BJP তে যোগদান করেছিলেন। আর এবার বড়ঞাতে বিজেপির সভা করে শক্তিপ্রদর্শন করল বিজেপি।