সামনেই Election আর তার আগে TMC নেতারা গেলেন সরকারি টাকায় বিনোদন ভ্রমন ট্যুরে। মালদায় পঞ্চায়েতের সরকারী টাকায় তৃণমুলের সদস্যদের বিনোদন ভ্রমন ট্যুর দেখে হতবাক সকলে। আর এই ট্যুর পিছু খরচ কত হল জানেন, তিন লক্ষ তিন হাজার টাকা। তবে এমন ভ্রমণ ট্যুরের পিছনে কী কারণ রয়েছে জানেন? শোনা যাচ্ছে এই ট্যুর আসলে নাকী পঞ্চায়েতের ভালো কাজের উপহার। সেই Panchayat র কাজ করার অভিজ্ঞতা নেওয়ার জন্য ভ্রমণ ট্যুরের ব্যবস্থা রয়েছে। হোটেল, খাবার,যাতায়াত সব কিছুর বিলও জমা পড়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতের তৃণমূলের 14জন সদস্য পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ভ্রমণ করেছেন। মালদার মানিকচক ব্লকের তৃণমূল পরিচালিত চৌকি মিরদাদপুরের এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও পঞ্চায়েত প্রধান মহঃ আনোয়ার আলি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।