ফের একবার বিজেপি কর্মীদের পেটানোর নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। রবিবার সিতাইয়ের একটি সভায় উদয়ন গুহ বলেন, 'একটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের একজন আক্রান্ত হলে, বাকি আটটা বিধানসভা কেন্দ্রে আট জন করে বিজেপি কর্মীকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে যাতে কোন বাপের বেটা মনে না করে আমি এজেন্ট হব। এজেন্ট হওয়ার সাহসই যেন না হয়।’ এদিকে এর পাল্টা আক্রমণে দিলীপের মন্তব্য, 'নিজের ঘরে কুকুরও বাঘ'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'নিজের ঘরে কুকুর বাঘ। কোচবিহারের বাইরে ওকে কে চেনে ? উল্টোটা যদি হয় ! কলকাতায় ওনার জামা কাপড় খুলে ছেড়ে দেয় ? উনি কি করবেন ? ক্ষমতা চিরদিন থাকে না। এরকম অনেক শের বাংলায় ছিল। তারা কোথায় আজকে।'