ফের বঙ্গ রাজনীতিতে শুভেন্দু বনাম কল্যাণ। নন্দীগ্রামে শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের। শুক্রবার শ্রীরামপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর 'চ্যাংদোলা' মন্তব্যের প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেন, “হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় কথা বলছে। না হলে ওর জেলখানাতেই থাকার কথা ছিল। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ তৈরি করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়।” পাশাপাশি তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব। বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর এক বছর। তারপর রাস্তায় ঘুরে বেড়াবে।"