রবিবার সন্ধ্যে থেকে নিম্নচাপের টানা বৃষ্টিতে ভাসল দারকেশ্বর নদের উপর থাকা বাঁকুড়ার ভাদুল সেতু। এই সেতু বাঁকুড়া শহরের সঙ্গে যুক্ত করেছে নদের অপর পাড়ে থাকা সুরপানগর, বীরবাঁধ, মালাতোড়, বালিয়াড়া, সানতোড়, নতুনগ্রাম সহ বিভিন্ন গ্রামকে। দৈনন্দিন কাজে মানুষকে এই সেতু পারাপার করতে হয়। কিন্তু নিম্নচাপের জেরে সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন বাধ্য হয়ে প্রায় দশ কিলোমিটার ঘুরে মানুষকে বাঁকুড়া শহরে যাতায়াত করতে হচ্ছে।