সারারাত টানা বৃষ্টির জেরে হাওড়া (Howrah) শহরের একাধিক এলাকায় জলের তলায়। টিকিয়াপাড়া কারশেডে জল জমে যাওয়ার কারণে রেল পরিষেবা ব্যাহত হতে পারে। হাওড়া শহরে ৬৬ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশই এখন জলমগ্ন (Howrah Waterlogged)। বৃষ্টির পরিমাণ যদি এভাবেই থাকে তাহলে ছবিটা আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন পাম্পিং স্টেশন গুলোর সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় বসানো হয়েছে টুলু পাম্প। অন্যদিকে রাস্তায় জমা জলের কারণে উঠে গিয়েছে পিচের আস্তরণ। ফলে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।