নিট বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,'এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হল। টক শো হল। তদন্ত হল। গ্রেফতারও হল। রাজ্যের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উঠলে ইডি সিবিআই-এর ভিড় জমে। এক্ষেত্রে কোথায় তারা?' ব্রাত্য বসু আরও জানান,'একটা সময় মেডিক্যাল প্রবেশিকা নিত রাজ্য। ওদের উচিত ওই পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া'।