এবছরের মতো বর্ষার ইনিংস শেষ। আজ থেকেই অফিসিয়ালি বর্ষা বিদায় ঘোষণা করল আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও বিদায়ের মুখে রয়েছে বর্ষা। তবে বর্ষা বিদায় নিলেও পুজোয় নবমী ও দশমীর দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিল এবং উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা কিছুটা অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ফলে উত্তরবঙ্গের যে বাকি অংশগুলো রয়ে গেছে সেখান দিয়ে এখনো বর্ষা বিদায় নেয়নি। ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।