আগামীকাল ঝাড়খণ্ডের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হবে, যার ফলে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ১৭, ১৮ ও ১৯ তারিখ কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতে দু এক জায়গায় হয়তো হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে, আজ কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ১৭ এবং ১৮ তারিখ প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা তুষারপাতেরও সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।