এই মুহূর্তে গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং আগামী ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আগামী ৪ তারিখ নাগাদ এই সিস্টেমটি আবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর আসবে। এবং আগামী ৫ তারিখ সকালে এটি দক্ষিণ-অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের রাজ্যের ওপর খুব একটা পড়বেনা। তবে এর প্রভাবে আমাদের রাজ্যে বেশ কিছুটা জলীয়বাষ্প প্রবেশ করবে। যে কারণে এই মুহূর্তে আমাদের রাজ্যে তাপমাত্রা কমার কোনও সতর্কতা নেই। এই মুহূর্তে আমাদের রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে। আগামী ৯ তারিখের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আমি ৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সতর্কতা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।