পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যা বর্তমানে দিঘা থেকে ৪৬০ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় একটি শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে এবং আগামী ১৮ই নভেম্বর বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা থাকছে। এর প্রভাবে আমাদের রাজ্যে আগামী ১৬ ও ১৭ তারিখ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের আগামী ১৬ থেকে ১৮ তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।