এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবেই আগামী ১৩ থেকে ১৫ তারিখ উত্তর ও দক্ষিণ দুইবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, আগামী ১৫ তারিখ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।