আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড় চলবে। আজ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদ ও বীরভূমের শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ২০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি দৃষ্টি চলবে। আগামী পাঁচ দিনে কোথাও তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন হবে না। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।