এই মুহূর্তে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর-পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে তা প্রধানত শুষ্ক এবং ঠান্ডা প্রকৃতির ফলে আমাদের রাজ্যের জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে রয়েছে। এবং এই পরিস্থিতি আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে। কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। পাশাপাশি দার্জিলিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।