এই মুহূর্তে আমাদের রাজ্যের ওপর নিম্নচাপের কোনও প্রভাব নেই। ফলে আগামী চার-পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, দুই বঙ্গেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৪ তারিখ ওড়িশা লাগুয়া জেলা অর্থাৎ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আমাদের রাজ্যে যেহেতু উত্তর-পূর্ব দিক থেকে আর্দ্র বাতাস প্রবেশ করছে ফলে রাতের তাপমাত্রা আগামী এক সপ্তাহে অনেকটাই কমবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে যাওয়ারও সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।