আগামীকাল অর্থাৎ ইদের দিন ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অন্য জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ এবং খুব অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।