এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথাও বেশি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামিকাল অর্থাৎ ২১ জুলাই দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে দু-এক পশলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে দুই বঙ্গে তাপমাত্রারও বিশেষ কিছু পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।