এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম ঝাড়খন্ড ও সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের ওপর অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গপসাগরের ওপর দমকা হাওয়া বইবে। যে কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে মাঝারি দৃষ্টি চলবে। পাশাপাশি আগামী বুধ ও বৃহস্পতিবার নাগাদ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি চলবে। তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টি হবে উত্তরের জেলাগুলোতে। আগামী ৬ তারিখ থেকে দুই বঙ্গেই বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।