আগামী ১৯ তারিখ নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাবে আগামী ১৯শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ পরিবর্তন। আগামী ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে। আগামী ২১ তারিখ দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সর্তকতা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।