আজ থেকে আগামী ৭ দিন রাজ্যজুড়েই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার বাদে, সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সর্তকতা থাকছে। আগামীকাল অর্থাৎ ২ তারিখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। পাশাপাশি বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।