ইতিমধ্যেই আমাদের রাজ্যের সমস্ত জেলাতে বর্ষা প্রবেশ করেছে। পাশাপাশি আমাদের রাজ্যের ওপর দিয়ে দুটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তাই এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি পাব। অন্যদিকে দক্ষিণ ওড়িশা সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে। আজ আমাদের রাজ্যের বেশিরভাগ জায়গাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্থাৎ ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত, এবং পশ্চিমবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ৫০ থেকে ৭৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর আগামী পরশু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবারও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি চলবে। আজ অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলায়। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।