গরমের মাঝে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পরের সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ কালবৈশাখীর মতো ঝড়বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।