দুই বঙ্গেই আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিরও সম্ভবনা থাকছে। আগামী ২৭ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৫ তারিখ ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টির কারণে আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।