এই মুহূর্তে রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত অপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমেছে এবং আমাদের রাজ্যে সার্বিকভাবে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। আগামী ৩ থেকে ৪ দিনে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকতা জি কে দাস।