কালীপুজো এবং দীপাবলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিন দুই বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে ১৭ থেকে ১৮ ডিগ্রির কাছাকাছিও তাপমাত্রা নামতে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায়।