পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ৩ ও ৪ তারিখ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটু বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের। তারপর আগামী ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি আগামী ৩ দিন পর থেকে দক্ষিণবঙ্গে ফের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩ ও ৪ তারিখ ওপরের ৫টি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামী ৩দিন পর থেকে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রয়েছে যা আগামী ৭ তারিখের পর স্বাভাবিক হবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায়।