নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ পেয়েছে বঙ্গবাসী। এই আবহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ রয়েছে। আপাতত তা রয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে। এই নিম্নচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে এখনও এই নিম্নচাপ স্থলভাগে পৌঁছয়নি।