বঙ্গোপসাগরে হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার বর্তমান অবস্থান দীঘা থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং সাগর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। আজ সন্ধ্যায় এটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের সাগর, সুন্দরবন এবং বালাসরের মধ্যে দিয়ে ক্রস করবে। তারপর নর্থ ওড়িশা, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ হয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আজ ১৯ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং হাওড়া, কলকাতা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মাঝে মাঝে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উপকূলের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। আজ রাতের পর ধীরে ধীরে হওয়ার গতি কমে ৪০ থেকে ৫০ কিলোমিটারে নাববে। আগামী ২০ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। পাশাপাশি দীঘা মন্দারমনি, শংকরপুর ও গঙ্গাসাগরে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহনির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।