আজও বঙ্গে অগ্রসর হল না মৌসুমী বায়ু। তবে আগামী ২-৩ দিনে পশ্চিমবঙ্গের বাদবাকি অঞ্চলগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী ২৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুটা বাড়বে। এবং আগামী ২৯ ও ৩০ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।