আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রারও খুব একটা পরিবর্তন কিছু নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৩ দিন পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ দিন সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।