রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে নবান্ন হওয়া বৈঠকেও মিলল না কোনও সমাধান সূত্র। হাইকোর্টের নির্দেশে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবারই বৈঠকে বসে রাজ্য সরকার। সেই বৈঠকের নিট ফল জিরো বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'বৈঠকের নিট ফল জিরো। এই রাজ্যের মালকিন যেটা বলেন, ভৃত্যরা সেটাই বলেন। আমাদের দাবি শুনিয়েছি। সরকার বলেছে ফান্ডের সংস্থান হলে তবেই ডিএ দেওয়া হবে।' আজকের বৈঠকে কোনও সমাধান না মেলাতে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। ভাস্কর ঘোষ বলেন, 'কর্মচারীদের সমস্যা মেটানোর কোনও ইচ্ছা নেই সরকারের। আগামীদিনে লাগাতার ধর্মঘট হবে। কাল থেকেই মুখ্যমন্ত্রীকে গণচিঠি লেখা শুরু হবে।'