পঞ্চমীর দিন রাজ্যে সেভাবে বৃষ্টি হয়নি। আকাশের মুখ মাঝে মধ্যে ভার হয়ে থাকলেও বৃষ্টি আছড়ে পড়েনি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে নেমেছিল মানুষের ঢল। ষষ্ঠীতেও সেই একই ধারা বজায় রয়েছে। পুজোর বাকি দিনগুলোও এমন কাটুক, তাই এখন মায়ের কাছে প্রার্থনা রাজ্যবাসীর। যদিও আবহাওয়া দফতর এখনও সেই আশ্বাস দিতে পারছে না। বরং ১৩ থেকে ১৫ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে, এমনটাই পূর্বাভাস।