ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপটি আজ সকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা এবং দুই মেদিনীপুর ও বাঁকুড়ার ক্ষেত্রে বেশকিছু জায়গায় অত্যধিক ভারী বৃষ্টির লাল সর্তকতাও জারি থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন-বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুর এবং পুরুলিয়াতে হড়পা বানেরও সর্তকতা জারি করা হচ্ছে। কলকাতার ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও, আগামী কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।