দুর্গাপুজোর সময় নিম্নচাপের জেরে নাকাল হয়েছিল রাজ্যের মানুষ। দীপাবলি, কালীপুজোতেও ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি। ফলে আশঙ্কার কালো মেঘ সাধারণ মানুষের মনে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সপ্তাহ শেষে। তবে সেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে তা এখনও জানা যায়নি। কিন্তু, আবহাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কাল নিম্মচাপে পরিণত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার এটি আরও গভীর হবে। যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই পরগনায় বৃষ্টি পূর্বাভাস রয়েছে।