আজ উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ, আগামীকাল এবং পরশু সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকেও মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী ১৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশ কিছুটা কমবে। আগামী ১৬, ১৭ এবং ১৮ তারিখ দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৭ দিন বৃষ্টিপাত চলবে। আগামী ১৫ তারিখের পর দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।