আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। তবে তা ক্ষণস্থায়ী। কারণ তারপর তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফলে বড়দিনেও জাঁকিয়ে ঠান্ডা নয় বাংলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে আর বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল দার্জিলিংয়ে তুষারপাতের ও সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।