আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আগামী ২৩ তারিখ এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং আগামী ২৪ তারিখ সকাল নাগাদ ঘূর্ণিঝড় ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আসতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। এর প্রভাব ২৩-২৫ তারিখ পর্যন্ত থাকবে দক্ষিণবঙ্গে। আগামী ২৩ তারিখ উপকূলের জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে। ২৪ তারিখ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দমকা হওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী ২১ তারিখ থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে আগামী ২৪ ও ২৫ তারিখ সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।