এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি একটি অক্ষরেখা ঝাড়খন্ড থেকে দক্ষিণবঙ্গ হয়ে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মূলত আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গে আগামী ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে, সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হওয়া চলবে। আগামী ১৯ তারিখ দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির ও সতর্কতা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন অর্থাৎ ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের প্রভাবে দুই বঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আগামী ৩-৪ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।