আজ অর্থাৎ ২৩শে এপ্রিল থেকে আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও কোথাও তাপপ্রবাহ আবার কোথাও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। জারি থাকছে তাপপ্রবাহের হলুদ ও কমলা সর্তকতা। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। পাশাপাশি বীরভূম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতে তাপপ্রবাহের সঙ্গে উষ্ণ রাত্রি থাকার ও সম্ভাবনা থাকছে। তবে আগামী ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।