ঘূর্ণিঝড় 'মিধিলি' ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের রাজ্যের ওপর পড়বে না। তবে মৎস্যজীবীদের আগামীকাল সকাল পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আগামী ১৯ তারিখ পর্যন্ত আমাদের রাজ্য মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা পর থেকে কিছুটা কমবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।