আজ আমাদের গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নিল। তবে এই মুহূর্তে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে আমাদের রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মূলত মেঘলা আকাশ এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে আগামী ২০ তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই, সঙ্গে বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। আগামী ২৩ এবং ২৪ তারিখ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ থেকে ৩ দিন দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।