আজ আমাদের রাজ্যে মিশ্র আবহাওয়া চলছে। একদিকে যেমন বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, অন্যদিকে বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতেরও সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা বেশি হবে, এবং আগামী ১০ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, আজ সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এবং আগামী ৬ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে যা চলবে ১০ তারিখ পর্যন্ত। অন্যদিকে আগামী ৫ তারিখ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের হলুদ সর্তকতা থাকছে। এবং দুই বঙ্গেরই বেশকিছু জেলায় গরম ও আর্দ্রতা জনিত অসস্তি বজায় থাকবে। আগামী ৬ তারিখ পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের কোনও সতর্কতা থাকছেনা। তবে কালবৈশাখীর সতর্কতা সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা থাকছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। অন্যদিকে কলকাতার ক্ষেত্রে আগামী ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি আগামী ৬ ও ৭ তারিখ সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হচ্ছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।