বঙ্গোপসাগরের ওপর হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রেও আগামী দু'দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৮ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের পাঁচটি জেলা সঙ্গে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।